লন্ডন : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

সিলেটে অপরাধ দমনে পুলিশের ‘জিনিয়া অ্যাপ’

সিলেটের নবাগত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী

সিলেটের নবাগত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী


প্রকাশ: ১২/০৯/২০২৫ ০৬:০৩:০০ PM

অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশিং সেবাকে গতিময় করতে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এতে থাকছে নতুনত্ব। অপরাধীদের জন্য কড়া বার্তাও। পাশাপাশি সেবাগ্রহীতা ঘরে বসেই পাবেন সেবা। চেয়ারে বসেই সিলেটের নবাগত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এমন বার্তা দিয়েছেন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের জন্য তৈরি করা হয়েছে অ্যাপ। নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন- মোট ১৬টি বিষয় থাকবে এই অ্যাপসে। বর্তমান দুটি সেবা চালু করা হয়েছে। ধীরে ধীরে এই অ্যাপসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছেন নতুন পুলিশ কমিশনার।


গতকাল তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আর প্রথম সভাতেই তিনি অ্যাপ চালুর সুখবর দিলেন। নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন- সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ জিনিয়া।


এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা। তিনি জানিয়েছেন- সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই আমরা চালু করতে যাচ্ছি এই অ্যাপ। এটি নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।


এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই জিনিয়া অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্যপ্রমাণ সুরক্ষা। একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে।


যেখানে সিলেটবাসী সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে। বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যেতে পারবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। এদিকে যোগদানের পরপরই সিলেটবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার।


তিনি জানিয়েছেন- আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যত। পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়।


আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট। পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের সার্থকতা।


এদিকে গতকাল সন্ধ্যায় সিলেট মেট্রোপুলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নতুন পুলিশ কমিশনার মহোদয় এই অ্যাপটি চালু করেছেন। তিনি যোগদান করেই সেটির কার্যক্রমও শুরু করেছেন।


আরও পড়ুন