লন্ডনে খালেদা জিয়ার হাসপাতা‌লের সামনে ভিড় না করতে বিএন‌পির অনুরোধ

লন্ডনে খালেদা জিয়ার হাসপাতা‌লের সামনে ভিড় না করতে বিএন‌পির অনুরোধ

লন্ডনে হাসপাতা‌লে ভর্তি খালেদা জিয়া

লন্ডনে হাসপাতা‌লে ভর্তি খালেদা জিয়া


শীর্ষবিন্দু নিউজ, লন্ডন

প্রকাশ: ২৩/০১/২০২৫ ০১:৪৮:৫৯

লন্ডনে চিকিৎসাধীন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার হাসপাতা‌লের সামনে ভিড় না কর‌তে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য বিএন‌পি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ আহ্বান জানায় যুক্তরাজ্য বিএন‌পি। এর আগে গতকাল দল‌টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমানও নেতাকর্মী‌দের রাস্তায় ভিড় না করার আহ্বান জানান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক ও কয়সর এম আহ‌মদের প‌ক্ষে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া বর্তমানে লন্ডনে দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ক্লিনিকের সামনের রাস্তাসহ আশপাশের রাস্তায় অসংখ্য নেতাকর্মীর অহেতুক ভিড়ের কারণে যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাফেয়ায় মারাত্মক বিঘ্ন পরিলক্ষিত হচ্ছে, যা মোটেই কাম্য নয়।

খালেদা জিয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে সব ধরনের জমায়েত থেকে বিরত থাকতে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, খা‌লেদা জিয়া লন্ডনে আসার পর থেকে তা‌রেক রহমানের সঙ্গে দেখা কর‌তে আগ্রহী বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিন তার হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার সময় অপেক্ষায় থাকেন। অনেকের হা‌তে থা‌কে লিফলেট, অনেকে দৃষ্টি আকর্ষণের জন্য সঙ্গে নি‌য়ে আসেন শিশু সন্তান‌দেরও।

আরও পড়ুন