নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
আরববিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯/১০/২০২৪ ০৪:৫৫:৪৩
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার (১৯ অক্টোবর) এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, রাজধানী তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন আঘাত হেনেছে। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সেখানে ছিলেন না।
ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর কার্যালয় উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে।
ড্রোনটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে।
নেতানিয়াহুর বাড়িতে হামলার সময় আরও দুটি ড্রোন তেল আবিবে নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তবে সেগুলো প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।